প্রতিনিধি আবুবক্কর সাব্বির : কিশোরগঞ্জের হোসেনপুরে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পাশাপাশি লাইন্সেস বিহীন ওষুদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হোসেনপুর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য কর্মী, চিকিৎসক ও নার্সদের পোষক পরিধান করে স্বাস্থ্যসেবা দিতে হবে। হাসপাতাল এমন পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ফ্লোর থেকে একটি ভাত কুড়িয়ে খাওয়া যেতে পারে। ওই মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামান । এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান,ডিপিও ডাঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমূখ।
Leave a Reply