প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষকে মারধর ও ভূমি দখলের চেস্টার অভিযোগ উঠেছে। উপজেলার ধুলিহর গ্রামের জালাল উদ্দিন, আমান হোসেন,ফরিদ মিয়াদের নামে এ অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০১৯ সাল থেকে ধুলিহর গ্রামের আব্দুল জব্বার ও জালাল উদ্দিন গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো। পরে আব্দুল জব্বার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার রায় জালালের পক্ষে গেলে পুলিশ তাকে জায়গা বুঝিয়ে দেয়। সেই থেকে জালাল উদ্দিনই ভূমির মালিক। কিন্তু গত কয়েকদিন যাবৎ প্রতিপক্ষ তাদের নানা রকম হুমকি ও জায়গা দখলের চেষ্টা করছেন। জালাল উদ্দিন জানান, ‘ভয়ে আছি। কখন কি হয়। আমার জীবনের নিরাপত্তা দরকার।’
Leave a Reply