নিজস্ব প্রতিবেদন : কিশোরগঞ্জ হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।গত কাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল(৫)টায় হোসেনপুর হাসপাতাল মোড়ে বিএনপির অস্হায়ী কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।হোসেনপুর পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা ছাত্রদল এর সভাপতি শফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক উপজেলা ছাত্রদল এর সভাপতি আবু বক্কর সিদ্দিক বাক্কার, শ্রমিক দলের সভাপতি মাজহারুল হক বাচ্চু, পৌর বিএনপি নেতা জহির, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম শহীদ, পৌর বিএনপি নেতা আশরাফ খন্দকার, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান কবির,হোসেনপুর থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, থানা বিএনপি নেতা ফখরুল আলম খান, থানা বিএনপি নেতা এআই খান শিবলু,হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী কামরুজ্জামান সৌরভ, পৌর ছাত্রদল নেতা রাজিব, ছাত্রদল নেতা লিখন,হোসেনপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, যুবদল নেতা গোলাপ, হোসেনপুর উপজেলা সৈনিকদলের সভাপতি কাঞ্চন সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মুহাম্মদ মাববুবুর রহমান এর বক্তব্যে তিনি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের সুস্বাস্থ্য কামনা করেন।
Leave a Reply