কিশোরগঞ্জ প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন নান্নু, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরুরা গ্রামে জমি নিয়ে দুই পক্ষের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে । সরেজমিনে গিয়ে জানা যায় ২০০৮ সাল থেকে আজিজুল হক(আলাল মাস্টার) গং ও আবুল কাশেম গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। দফায় দফায় গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তি না হওয়ায় আজিজুল হক (আলাল মাস্টার) গং বাদী হয়ে আবুল কাশেম গংয়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে মামলা নং ৭৪১৮ । ২২ ফেব্রুয়ারি শনিবার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের সভাপতিত্বে পুনরায় গ্রাম্য সালিশের মাধ্যমে বাদী বিবাদী দয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ নিরসনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। বিজ্ঞ দরবারি গণ উভয় পক্ষের মৌখিক বক্তব্য ও বিরোধ কৃত জমির কাগজপত্রাদি দেখে বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধন্তে পৌঁছার পূর্বে দুই পক্ষের মধ্যে বাকবিতক শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ঘে রূপ নিলে সালিশ স্থগিত করা হয়। বিরোধপূর্ণ জমিটি গণমানপুরুরা মৌজায় অবস্থিত খতিয়ান নং ৩৪০ দাগ নং যথাক্রমে (৪০৫), (৪০৬)। জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়া পাল্টাধাওয়ার খবর পেয়ে হোসেনপুর থানার এস আই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই কামরুল ইসলাম জানান কোন অভিযোগ এখন পর্যন্ত হয়নি। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া জানান আলাল মাস্টার গং ও আবুল কাশেম গংয়ের মধ্যে সৃষ্টি জমিজমা নিয়ে বিরোধের মীমাংসা স্বার্থে আমি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শতভাগ চেষ্টা করেছিলাম পক্ষদ্বয়ের মধ্যে হট্টগালের কারণে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। আবুল কাসেম বলেন এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। আদালতের রায়ের অপেক্ষায় আছি। আজিজুল হক (আলাল মাস্টার) জানান মায়ের দলিল কৃত ও রফানামা সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখল করিয়া আসিতে ছিলাম আবুল কাসেম গং উক্ত ভূমির মালিকানা দাবি করলে আমি আদালতে মামলা দায়ের করি আশা করি আদালত কর্তৃক ন্যায়বিচার পাব। গ্রাম্য সালিশে আরো উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের সাবে চেয়ারম্যান সাইফুল ইসলাম, গাজী জয়নাল আবেদীন হোসেনপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ গোবিন্দপুর ইউপি সদস্যবৃন্দ ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জল এবং সাংবাদিকবৃন্দ।
Leave a Reply