আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনের আংশিক শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: আফজালুর রহমান উজ্জল

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন আজ ৪ মে ২০২০ বৃহস্পতিবার আংশিক শুভ উদ্বোধন করা হয়। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ব্রিটিশ আমলের পুরাতন বিল্ডিংটি জরাজীর্ণ টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্র ইউনিয়ন পরিষদে ব্যবহৃত আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় নতুন ভবনটি মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আংশিক শুভ উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাংগাটিয়া জমিদার পরিবারের একমাত্র জীবিত উত্তরাধিকারী শ্রীযুক্ত বাবু মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী (মানব বাবু) ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি স্থাপনের জন্য জমি দান করলে স্থানীয় সরকার বিভাগ ভবনটির নির্মাণ কাজ শুরু করে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবনের আংশিক শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল,হোসেনপুর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সাজু,, সাধারণ সম্পাদক সাংবাদিক এস কে শাহিন নবাব প্যানেল চেয়ারম্যান আবু তাহের মেম্বার, ইউপি সদস্য হাবিবুর রহমান হবু, আব্দুল মালেক খোকা, মাসুদ রানা। সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মমতাজ বেগম, বিলকিস আক্তার, কানিজ ফাতেমা জেসমিন। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বলেন পুরাতন বিল্ডিংটি জরাজীর্ণ ও বৃষ্টির পানি পড়ার কারণে নবনির্মিত ভবনটিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করা জরুরি হয়ে পড়েছে। ইউপি সচিব আক্তারুজ্জামান রিপন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য জমি দান কারী মানব বাবুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category