আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের বিশেষ উদ্যোগ

প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু

কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সকল মায়া ও ভালোবাসা ত্যাগ করে অত্র উপজেলার পুলিশ সদস্য প্রত্যেকেই দেশ ও দেশের মানুষকে মরণব্যাধি করোনা ভাইরাস মোবাবেলায় জনগনকে সুরক্ষিত রাখার জন্য রাত-দিন বিরামহীন পরিশ্রম করে সচেতনতামূলক নানামূখি উদ্বোগে নিয়েছেন।জন সাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাক্স বিতরণ, সচেতনতামূলক মাইকিং, বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে ব্যাবহার, কয়েকটি স্থানে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানেটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থা গ্রহন ও করোনা ভাইরাসে মৃত ব্যাক্তির দাফন কার্য সম্পাদনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনমানুষের মনিকুঠুরে ইতঃমধ্যে আস্থার জায়গা করে নিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোঃ সোনাহর আলী ও অফিসার ইনচাজ শেখ মোস্তাফিজুর রহমান। এইসব সচেতনতামূলক নানামূখি উদ্যোগ গ্রহনে ইতঃমধ্যে অত্র উপজেলায় সাধারন মানুষের কাছে দারুন ভাবে প্রসংশিত হয়েছে হোসেনপুর থানা পুলিশ সদস্য।আজ রোববার (২৯ মার্চ) সাকালে উপজেলার হাসপাতাল চৌরাস্তায় করোনা ভাইরাসে মৃত ব্যাক্তির দাফন কার্য সম্পাদনের ১৯ সদস্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা ব্যানার ফেস্টুন জন সম্মেখে প্রকাশ করা হয়।এ সময় হোসেনপুর থানার অফিসার ইনচাজ শেখ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, হোসেনপুর থানা পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন বিরামহীন ভাবে উপজেলার প্রত্যাকটি ইউনিয়নে গ্রাম-গঞ্জের বাজারে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ,মাক্স বিতরণ, সচেতনতামূলক মাইকিং ও আইশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে।অপরদিকে অতিরিক্তি পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতা বাড়াতে মসজিদগুলোতেও ইতঃপূর্বে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। জনগনকে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সম্মিলিত প্রচেষ্টায় একান্ত আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category