প্রতিনিধি নুরুজ্জামান : করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কিশোরগঞ্জের হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, বেসরকারি সংস্থা, এনজিও, স্কাউটস ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সাথে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এই সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমান।
এতে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম খান, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, যুবলীগ নেতা আবু রায়হান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলায় নো মাস্ক নো সার্ভিস এবং কোন ধরনের মিছিল, সভা-সমাবেশে মাস্কবিহীন কেউ থাকতে পারবে না বলে সিদ্ধান্ত জানানো হয়।
Leave a Reply