আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে এমপি লিপি’র পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি আমান উল্লাহ: কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপিস এমপি’র পক্ষ থেকে শনিবার বিকালে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ, অসহায় মানুষের মাঝে শাড়ি, সেমাই, চিনি, ডাল, পেয়াজ ও নুডুলস ইত্যাদি ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,  সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম ওহিদুল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর সদস্য এম এ হালিম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, সদস্য আব্দুস সালাম মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহিম খলিল সোহাগ ভাই সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আয়োজনে করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ এর কমিটির সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category