প্রতিনিধি: আনোয়ার হোসেন নান্নু, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সুরুজ আলীর মেয়ে আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী মরজিনা আক্তারের (১৪) সাথে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জামাইল গ্রামের রতন মিয়ার ছেলে আঃ আল-মামুনের সাথে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ পপি’র প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও ইউনিয়ন মাঠ সহায়ক শান্তি বেগম উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর নিকট মঠোফোনে বাল্য বিয়ে হচ্ছে মর্মে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবম শ্রেণীর ছাত্রী মরজিনা আক্তারের বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বর আঃ আল-মামুনকে (২২) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে একই দিনে উপজেলা শাহেদল বাঘপাড়া গ্রামের ইমাম হোসেনের মেয়ে গলাচিপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তারের (১৫) সাথে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কুড়িমারা গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাজিব মিয়ার (২৫) বিয়ের অনুষ্ঠান চলছিল। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তারের বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় মেয়ের মা ফরিদা খাতুনকে দশ হাজার টাকা জরিমান করেন।পরে বাল্য বিয়ের কুফল বিষয়ে অবগত করে ১৮ বছরপূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেন।
Leave a Reply