কিশোরগঞ্জ প্রতিনিধি : মোঃ মানিক মিয়া, ‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ এ শ্লেগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের বয়স্ক,বিধাব ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অসচ্চল প্রতিবন্ধি ভাতাভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উন্মুক্ত পদ্ধতিতে দিনব্যাপী ভাতাভোগীদের যাছাই কার্যক্রম অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলেিগর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক, উপজেলা সমবায় অফিসার শাহানারা হাসিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানারা আক্তার প্রমূখ।
Leave a Reply