আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে আমন ধান সংগ্রহে ইউএনও’র প্রেস ব্রিফিং

নূরুল আলম : কিশোরগঞ্জের হোসেনপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০১৯-২০২০ এর আওতায় অত্র উপজেলায় আমন ধান ক্রয় বিষয়ে জনগনকে অবহিতকরণের লক্ষে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিং সভায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহে বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরুল কায়েছ,ওসি এলএসডি মোছাঃ নামজুন নাহার, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সাজ্জাত হোসেন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক এ কে এম মোহাম্মদ আলী, মশিউর রহমান সুমন, সঞ্জিত চন্দ্র শীল, সিরাজুল ইসলাম মীর, আব্দুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বছর ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষমাত্রা থাকলেও আবাদ হয়েছে অনেক বেশি। অত্র উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে প্রায় ৪০ হাজার প্রান্তিক কৃষকদের মধ্যে লটারির দিয়ে ৮৯৮ জন কৃষক নির্বাচন করা হবে। জন প্রতি ১ টন করে ৮৯৮ মেঃ টন আমন ধান সংগ্রহের লক্ষে আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় সিদলা ইউনিয়ন ও বিকাল ৩ টা জিনারী ইউনিয়ন ,২৭ নভেম্বর সকাল ১১টায় পুমদি ইউনিয়ন ও বিকাল ৩ টা গোবিন্দপুর ইউনিয়ন ও ২৮ নভেম্বর সকাল ১১টা পৌরসভা এবং আড়াইবাড়িয়া ইউনিয়ন ও বিকাল ৩টা শাহেদল ইউনিয়নের উন্মুক্ত লটারির অনুষ্টিত হবে। উন্মুক্ত লটারিতে যে কৃষকের নাম আসবে তাদের কাছ থেকেই ৮৯৮ মেঃ টন ধান সংগ্রহ করবে স্থানীয় এলএসডি কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category