প্রতিনিধি: আনোয়ার হোসেন নান্নু, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা মধ্য গোবিন্দপুর গ্রামে হাজী আব্দুল হেলিম মাস্টারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্য গোবিন্দপুর গ্রামের হাজী হেলিম মাস্টারের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় যে মোঃ শাহজাহান মোঃ ফজলুল হক উভয় পিতা আফতাব উদ্দিন ভুক্তভোগী দুই ভাইয়ের একটি গাভী গরু একটি বড় ষাঁড় গরু দুটি গোয়াল ঘর একটি রান্নাঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ শাহজাহান ও ফজলুল হক ইউপি সদস্য ফজলুর হক বোরা জানান আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণে। প্রতিবেশীরা জানান হাজী হেলিম মাস্টারের বাড়িতে আগুন লাগার কারণে আমরাও মর্মাহত হয়েছি। ৬ মার্চ রাত আনুমানিক ১০ ঘটিকার সময় আগুনের সূত্রপাত হলে এলাকাবাসীর উদ্যোগে আগুন নিভাতে নিভাতে সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তার হাত বাড়িয়ে দিতে। উপজেলা পরিষদের চেয়ারম্যান। জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস এর সাধারণ সম্পাদক এস.কে শাহীন নবাব সাংবাদিক বৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থতের বাড়ি পরিদর্শন করেন।
Leave a Reply