আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া : কিশোরগঞ্জে কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মাছুম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন চিকিৎসাধীন মাকে দেখতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে ওই কিশোরী। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে এক যুবক ওই কিশোরীকে জোর করে হাসপাতালের চারতলা থেকে নিচতলার একটি বাথরুমে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে নিচতলা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বুধবার (০৪ মে) কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ নজরদারি করে বৃহস্পতিবার (০৫ মে) সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে মাছুম মিয়াকে আটক করে।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর গোপনে তৎপরতা চালিয়ে মাছুম মিয়াকে শনাক্ত করা হয়। পরে তাকে হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category