আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হজ্ব নিয়ে কটূক্তিকারী আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জে পবিত্র ওমরাহ ও হজ্বকে কটূক্তিকারী আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি দিয়েছে ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের তৌহিদী জনতা। সোমবার (২০ জানুয়ারি) সকালে ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানাশাব্বির আহমাদ রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, ভৈরব ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আল আমিন, জামিয়া নূরানীয়ার মহাপরিচালক মাওলানা আবুল বাশার, ভৈরব ইমাম ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আবুল আহাদ কাসেমী, জামিয়া ইমদাদিয়ার শিক্ষক মাওলানা তৈয়ব, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা শেরজাহান, মাওলানা আব্দুল কাইয়ুম জামী, মাওলানা আঃ রহিম প্রমুখ।বক্তারা বলেন, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পবিত্র ওমরা ও হজ্ব সম্পর্কে আপত্তিকর বক্তব্য ও পবিত্র মক্কা-মদিনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের দরবার শরীফকে হেরেম ঘোষণা দেওয়াসহ বিভিন্ন কুফরি বক্তব্য দেওয়ায় কথিত পীর আবুল বাশার আল কাদরীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।মানববন্ধনশেষে জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category