প্রতিনিধি বুরহান উদ্দিন : সুবিধা বঞ্চিত ৪০০ জন শিশুর দায়িত্ব নিল কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন। ঝড়ে পড়া ও শ্রমজীবি শিশুদের জন্য তিনি কিশোরগঞ্জ শহরে হারুয়া পাগলা মসজিদ সংলগ্ন বিদ্যানীড় নামে একটি স্কুল পরিচালনা করেন। যেখানে গত চার বছর যাবত সুবিধা বঞ্চিত ঝড়ে পড়া ও শ্রমজীবি ৪০০ জন শিশুকে বিনামূল্য পাঠদান করে আসছে।এবিষয়ে ওনার কাছে জানতে চাইলে তিনি বলেন: কিশোরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে বিদ্যানীড়ের শাখা তৈরি করতে চাই,। আর কোনো বাচ্চাকে লেখাপড়া থেকে ঝরে পড়া দেখতে চাই না।আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বিদ্যানীড়ের আরেক পরিচালক এবং প্রধান শিক্ষক মৌসুমি ঋতুকে বিদ্যানীড়ের সুবিধা বঞ্চিত বাচ্চাদের পাশে দাড়ানোর জন্য। তিনি আর বলেন,আমরা সকলে মিলে একসাথে কাজ করলে ইনশাআল্লাহ একদিন কিশোরগঞ্জ শহরকে ভিক্ষুক মুক্ত, নিরক্ষর মুক্ত ও শতভাগ শিক্ষা নিশ্চিত করতে পারবো। তাই সকলের সহযোগীতা আশা করছি। আপনাদের উৎসাহ ও সহযোগীতা পেলে ইনশাআল্লাহ আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো।
Leave a Reply