আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সিলেটে মদসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিদি এনামুল হক :  সিলেট বিমানবন্দর থানাধীন তেলীহাটি দূর্গামন্দির সংলগ্ন অনিকগঞ্জুর মুদি দোকান থেকে ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব বিমানবন্দর থানায় ৮ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে বুধবার (১৯ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার বরইকান্দি গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে শওকত আলী (৩৬), বিমানবন্দর থানাধীন রঙ্গীটিলা এলাকার সুলেমান হোসেনের ছেলে সাই আহমদ (২৪), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ভাটাপাড়া গ্রামের ছানফর আলীর ছেলে শাহ আলম (২২), গোয়াইনঘাটের দেনাগাও (উত্তরপাড়া) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জাকারিয়া আহমদ (২৪), ধোপাগুল গ্রামের হাসমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৮), বাদামবাগিচা ৪৮/১ নং বাসার মৃত আব্দুল শহিদের ছেলে শাকিল হোসেন (৩০), দক্ষিণ সুরমার পশ্চিমবাগ এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে কামাল আহমদ (৪৫) ও কাজলশাহ এলাকার ৩৬নং বাসার মৃত আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র‌্যাব অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাই মদসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category