হোসেনপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এস.কে শাহীন নবাব বলেন, সবাই তামাশা দেখবে কাজ ও দায়িত্ব পালন অনেক বড় বিষয় দায়িত্ব পাওয়ার আগে সবাই ভালো কথায় ফুলঝুরির শেষ নেই। ক্ষমতা পাওয়ার পর বোঝা যায় কে কতটা ভালো। দক্ষ ও যোগ্য কে কতটা সততা নিষ্ঠার সঙ্গে সফলভাবে কাজ করে যেতে পারেন। বড় বড় কথা বলা দুনিয়ার সবচেয়ে সহজতর কাজ বড় কাজ করা অনেক কঠিন। আমাদের দেশে কথা মালার রাজনীতিই বেশি পরস্পরকে দোষারোপের সংস্কৃতি বেশি অঙ্গীকারের ও শেষ থাকে না। সবাই জনগণের বন্ধু কিন্তু সত্যিকারের কাজ কতজন করেন। রাজনীতি একটা সময় ছিল মানুষের কল্যাণের জন্য এখন আর তা নেই এখন সবাই নিজের আখেরটা ভালো করে আগে গুছিয়ে নেয়। পরের চিন্তা কেউ করে না। কর্মীর ভালো মন্দের খোঁজ কেউ নেয় না। সাধারণ মানুষ বড্ড অসহায় তাদের দেখার কেউ নেই তাদের পক্ষে বলারও কেউ নেই সমাজ নীতিহীনদের পক্ষে এখন সবাই খারাপ কে ভালোভাবে নেয়। এ কারনে খারাপ কাজ করতে কারও কোনো লজ্জাও নেই। খারাপ কিছু করে বুক ফুলিয়ে কিছু মানুষ সমাজে চরাফেরা করে। দায়িত্ব বানরা এখন সঠিকভাবে দায়িত্ব লালন করে না। নিরিহ ভালে মানুষের অসহায়ত্ব নিয়ে সবাই উপহাস করে । সমাজে এক সময় ভালে পরিবারের মানুষরা রাজনীতি করত আর এখন আর তা নেই। এখন ভালো পরিবারগুলো রাজনীতি থেকে সরে যাচ্ছে। রাজনীতি এখন আর সেবা নয়। অনেকের কাছে পরিপূর্ণ লাভজনক ব্যবসা। এই ব্যবসায় সব পাওয়া যায় আর সরকারি দল হলে তো কথাই নেই। মানুষকে জিম্মি করে কোনো রাজনীতি হতে পারে না মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা চায় শান্তি চায়, বৈষম্যহীন সমাজ চায় সবকিছুর স্বাভাবিকতা চায় হয়রানি বিহীন ভাবে সরকারি অফিসের সেবাটুকু পেতে চায়। এই চাওয়াটুকু খুব বেশি নয় এই চাওয়াটুকু প্রতি সম্মান দিতে সমস্যা কোথায়।
Leave a Reply