বিষেশ প্রতিনিধি মানিক মিয়া
কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর উপজেলা 2নং সিদলা ইউনিয়নের ঐতিজ্য বাহি পিতলগঞ্জ স্কুলের মেনেজিং কমিটির সদস্য নির্বাচিত হন অভিবাবকদের ভোটের মাধ্যমে 4জন সদস্য নির্বাচিত হয়। এবং সকলের সম্মতি ক্রমে পিতলগঞ্জ স্কুলের সভাপতি নির্বাচিত হন এম এ সিরাজ চেয়ারম্যান। তিনি বলেন আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি এলাকা বাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশা পাশি আমি স্কুলের উন্নয়ন মোলক কাজ করে যাব।এবং আপনারা অভিবাবকরা আমার পাশে থেকে আমাকে স্কুলের সাবিক উন্নয়নের সহযোগিতা করবেন।
Leave a Reply