প্রতিনিধি মোঃ আজাহারুল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাতের পূর্বে শোলাকিয়া ঈদগাহের পশ্চিম দিকে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে তল্লাশী চৌকিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানে ফুলের তোড়া দিয়ে নিহতদের স্মরণ করা হয়।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেধীতে পুস্পস্তবক অর্পন করেন। পরে জঙ্গী হামলায় নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকসহ জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৬ সনের ৭ জুলাই ঈদ-উল-ফিতরের দিন ঈদের জামাত শুরু হওয়ার পূর্বে শোলাকিয়া ঈদগাহের পশ্চিম দিকে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল আনসারুল হক, জহিরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথের স্ত্রী গৃহবধু ঝর্ণা রানি ভৌমিক ও হামলায় অংশ নেয়া আবির রহমান নামে এক জঙ্গির ঘটনাস্থলেই নিহত হয় ও তানিম নামের এক জঙ্গী আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে র্যাব কিশোরগঞ্জে নিয়ে আসার পথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
Leave a Reply