ষ্টাফ রিপোটার মোঃ মানিক মিয়া
করোনা ভাইরাস প্রতিরোধে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দানকারী ডাক্তার ও নার্সদের জন্য ২’শ সুরক্ষা কিট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সমস্ত উপকরণ স্থানীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সৌজন্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের মাধ্যমে উক্ত মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মঞ্জুরুল হকের নিকট হস্তান্তর করেন। এসব কিটের মধ্যে রয়েছে পিপিই ২০০টি, ফেস মাস্ক ২০০টি, হ্যান্ড গ্লোভস ৩০০টি ও ১টি স্প্রে মেশিন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বিএমএ’র সাধারণ সম্পাদক আঃ ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেত্রীবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply