প্রতিনিধি নুরুজ্জামান: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, দেশের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে আজ রোববার (২ মে)। এছাড়া রোববার রাতেই দেশের কয়েকটি স্থানে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হতে পারে বজ্র ও বৃষ্টিপাত। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসব তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, চলতি বছর কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে কালকের কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতি থাকার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply