নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা জেসমিন সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। হোসেনপুর উপজেলা যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা জেসমিন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের একজন বিশ্বস্ত সহযোদ্ধা। কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি প্রফেসর সালমা আক্তার সাধারণ সম্পাদক মোছাঃ সুচি আক্তার আপার একনিষ্ঠ সহযোদ্ধা।কানিজ ফতেমা জেসমিন করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। কানিজ ফাতেমা জেসমিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসাবে করোনা পরিস্থিতিতে সরকারি বিভিন্ন সহায়তা খাদ্যসামগ্রী সুষম বন্টনের পাশাপাশি নিজ উদ্যোগেও জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ যুব মহিলা লীগ হোসেনপুর উপজেলা শাখার পক্ষ থেকে কানিজ ফাতেমা জেসমিন যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব মহিলা লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন হোসেনপুর উপজেলা শাখার যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে যুব মহিলা লীগ কে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করবে ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply