জনতার ডেক্স : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ৩নং গোবিন্দপুর ইউনিয়নের মাধাখলা গ্রাম ৭নং ওয়ার্ডের ছমির উদ্দিনের ছেলে মোঃ এনামুল হকের বিরুদ্ধে একই গ্রামের বাসিন্দা মোকসেদ ( সৌদি প্রবাসী) এর স্ত্রী মোছাঃ শারমিন আক্তার কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মিথ্যা ধষ্বর্ণ মামলা দায়ের করে মো: নং- ১৮৬/২০২০। ০৫/১০/২০২০ ইং তারিখ বাংলা ২০ শে আশ্বিন ১৪২৭ সাল রোজ সোমবার সময় অনুমান রাত্র ১.৩০ ঘটিকায় মোছাঃ শারমীন কে ধর্ষন চেষ্টার মিথ্যা ঘটনা দেখাইয়া আমার বিরুদ্ধে অত্র মাননীয় কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইন ২০০০ ( সংশোধিত/২০০৩) সনের ৯ এর (৪) (খ) ধারায়
বিগত ১৯/১০/২০২০ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় এফিডেভিট সম্পাদন পূর্বক একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করে যাহা নারী ও শিশু পিটিশান মো: নং ১৮৬/২০২০ , অত:পর অত্র মাননীয় কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির ঘটনার সত্যতা বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন ( পি.বি.আই) কিশোরগঞ্জকে নির্দেশ প্রদান করেন।
বিশেষ তথ্যের বিত্তিতে জানা যায় স্বেচ্ছায় আত্মসমর্পন শর্তে জামিনে মাননীয় আদালতের আদেশ পুলিশ পরিদর্শক ( নি:) পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন ( পি.বি. আই) কিশোরগঞ্জ তদন্ত করিয়া আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় বিগত ইং ১১/০২/২০২১ তারিখ মাননীয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ১নং আসামী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে না রাজীর আদেবন
Leave a Reply