অনলাইন ডেস্ক: নওগাঁর সাপাহারে সাড়ে ৯’শ ৩৯ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আলমগীর উপজেলার নিশ্চিন্তপুর বটডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে।জানা যায়, শনিবার দিবাগত রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর মোড় থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোস নিয়ে এক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মোড়ের অদুরে পুলিশ ফোর্স তাকে আটক করে।এসময় তার শরীর তল্লাশী করে তার নিকট থেকে সাড়ে ৯’শ ৩৯ গ্রাম গাঁজা জব্দ করে গাঁজা সহ তাকে থানায় নিয়ে আসে। এর পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।এ ব্যপারে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply