প্রতিনিধি নুরুজ্জামান: মহানবী হযরত মুহাম্মদ (স.) -এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হোসেনপুর সদর সহ বিভিন্ন স্থান জড়ো হয়েছেন বিক্ষোভ বিছিল।
কর্মসূচিতে যোগ দিতে মিছিলে বিভিন্ন প্রান্ত থেকে আসে মুসলিম জততা বিভিণ্ন স্তরের জনগন । সেখান থেকে ফ্রান্সকে অভিমুখে গণমিছিল করা হয়েছে।
রোববার দুপুর মিছিলে আংশ নিয়েছে ইসলামের প্রাণ প্রিয় মুসলি জনতা সহ বিভিন্ন মাদ্রাসার ও স্কুল কলেজেল ছত্র। স্লুগানে স্লুগানে ফ্রান্সের পণ্য বয়কট সহ বিভিন্ন ভাবে স্লুগান করে বিক্ষোভকারীরা।
Leave a Reply