প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু: কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ সোহাগ হত্যা মামলার আসামি রাজু মিয়া (২৯) কে আটক করেছে র্যাব। রবিবার (২৫ অক্টোবর) তাকে উপজেলার ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকা থেকে আটক করা হয়। রাজু ঘোড়াকান্দা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকা থেকে সোহাগ হত্যা মামলার আসামি রাজুকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
Leave a Reply