প্রতিনিধি সাদেক মিয়া : কিশোরগঞ্জ সদর উপজেলা বড়ভাগ দক্ষিণপাড়া দাবামোড় সংলগ্ন জিয়াউদ্দিনের অতাচ্যারে অতিষ্ট ছোট ভাই বোরহান উদ্দিন জমিজমা নিরোধ নিয়ে দীর্ঘ্য দিন যাবৎ বোরহান উদ্দিনের জমিতে ফসল ফলাতে পারছে না বলেই এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করে। উক্ত নামে এলাবাসি নাম প্রকাশে অনইচ্ছুক জানান যে, উক্ত বিরোধের জের দরিয়া দেশীয় অস্ত্র-সন্ত্রে সজ্জিত হইয়া বাড়ীতে প্রবেশ করিয়া বোরহান উদ্দিনকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে বোরহান উদ্দিনের কাওলা জমিতে ফসলাধী করতে দিচ্ছে না । গ্রামের অনেক সালিশ ডাকার পরেও ফসল ফলাতে এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর লিখিত অভিযোগ দালিখ করেন 7/01/2021 ইং তারিখ উক্ত বিষয়ে প্রয়োজনীতা ব্যবস্থা গ্রহন করবে বলে আসস্থ করেন।
Leave a Reply