ভুলে ভুলে মানুষ এক সময় অন্ধ হয়ে যায়। লোভ লালসা মানুষকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়। লোভের তারনায় মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। অন্ধ বিবেকের কারণে কোন ব্যাক্তি গোষ্ঠি বা জাতি কখনও সাঠিক পথ খুজেঁ পায় না কারণ তারা উল্টা স্রোতে হাঁটে তাদের ওপর ভর করে অপশক্তি। ভুলে ভরা পথকে সঠিক বলে মনে করে। আর এতে তাদের আলোর জগতে আসার সম্ভাবনাটুকু হারিয়ে যায়। থাকিতে দুনিয়ার অন্ধকার আমাদের চার পাশে ঘিরে এমন কিছু সমস্যা বিরাজমান যেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে ও যেন দেখে না। অথচ এগুলো প্রতি কর্তৃপক্ষ একটু খানি নজর দিলে সমাধান হয়ে যায়। কোন অপরাধ দেখে ও না দেখার ভান করাটাই অন্ধ বিবেকের কারণ দেশে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অপরাধ যারা দেখবেন িএবং প্রতিরোধ করবেন তাদেররই অনেকে ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত। ক্ষমতা রাজনীতির ছাত্রছায়া আর ম্যানেজ প্রক্রিয়ার কারণে কোন জবাবদিহিতা নেই। আর অন্ধ বিবেকের কারনেই এসব হচ্ছে বলে দেশের জ্ঞানীগুণী ও বিশিষ্ট জনদের ধারণা। ধরা যাক, কোন একটি অফিসের কথা সরকারের বিধিমতো অফিসের কর্তব্যাক্তি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করলে অফিসের কোন অনিয়ম থাকার কথা নয়। কিন্তু কর্তব্যরত ব্যক্তি ঘুষের মোহে অন্ধ হয়ে ওঠেন বিধায় অধস্তন ব্যাক্তিরা দুর্নীতি করে ও পার পেয়ে যায়। আবার ধরা যাক কোন একটি সমাজের কথা কোন ঘটনা সমাজে বিচার সালিশের আয়োজন করা হলে সেখানে সালিশকারীদের টাকা দিতে হয়। এ নিয়ম আমাদের সমাজে ছিলনা কিন্তু হালে এটি যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে আমরা যেন অন্ধ বিবেকের কারাগারে বন্ধি। আবার যদি প্রশাসনের কথা ধরি তাহলে দেখা যায়, খুন ধর্ষণ কিংবা অন্য কোন অপরাধের ঘটনার তদন্তের নামেই বছরের পর বছর চলে যায়। রাজনীতির দিকে তাকালে দেখি বিভিন্ন ঘটনায় পাল্টা পাল্টি বক্তব্য অনেক ক্ষেতেই সত্য মিথ্যা বিচার করা হয়না। মেধাবিদের মুল্যয়ন না করা। সত্যকে আড়াল করা অন্যকে ঠকানো প্রতারণ করা দায়িত্ব অবহেরঅ করা সমাজে বৈষম্য সৃষ্টি করা এসবের জন্য মানুষের অন্ধ বিবেকেই দায়ী দেশ দিন দিন দূর্নীতিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা বেড়ে চলছে। অনিয়মকে নিয়ম বলে দেদারসে চালিয়ে দেয়া হচ্ছে। দেখার যেন কেউনেই দেশে সব ধরনের অপরাধ দমনে জনস্বাথে সরকারের দয়বদ্ধতা রয়েছে বলে। তবে এক সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিক ভূমিকা নিতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। আমরা অনেক আগেই অন্ধকার যুগ পেরিয়ে এসেছি। আমরা এখন সত্য সমাজের মানুষ। আমরা আলোকিত সমাজের বাসিন্দা তবুও কেন আমরা নিজেদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি এর মূলে রয়েছে অন্ধ বিবেক আমরা অন্ধ বিবেকের বদ্ধ ঘরে থাকতে চাইনা। আমাদের সমাজ আমাদের দেশ সুন্দর ভাবে সাজাতে চাই। সত্যের আলোর ভরে উঠুক আমাদের সমাজ সত্য সুন্দর ও স্বচ্ছতায় জেগে উঠুক বিবেক। কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস এস.কে শাহীন নবাব। কলম যোদ্ধ।
Leave a Reply