আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্য নিহত

প্রতিনিধি রিমেল ফকির : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৫) না‌মে এক সেনাবাহিনীর সদস্য নিহত হ‌য়েছেন। শনিবার (২৬ মার্চ) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার পাঁচবিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। ‌এলেঙ্গা হাইওয়ে

পুলিশের ইনচার্জ আতাউর রহমান বলেন, রাতে মোটরসাইকেলে করে সেনা সদস্য আইয়ুব আলী ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাঁচবিক্রমহাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ
উদ্ধার করে। প‌রে তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আইয়ুব আলী সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন ব‌লে জানা গে‌ছে।আতাউর রহমান আরও বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী আঁখি বেগম রোববার (২৭ মার্চ) সকালে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেছেন।
আরও পড়ুন= ময়মনসিংহে বাংলাদশে কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছনা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে।প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে দুই ঘণ্টা অবস্থান নিয়ে প্রতিবাদ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। অন্যদিকে ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।অভিযুক্ত লাঞ্ছনাকারী শিক্ষার্থী তায়েফ রিয়াদ বঙ্গবন্ধু আবাসিক হলের ছাত্র এবং বাকৃবি শাখা ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশী বলেও জানায় শিক্ষার্থীরা। অন্যদিকে লাঞ্ছনার শিকার ছাত্রী বেগম রোকেয়া হলের আবাসিক থাকেন এবং হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক।সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগে বলেন, মহান

স্বাধীনতা ও বিজয় দিবসে ফুল দিতে গেলে টিএসসির সামনে তায়েফ রিয়াদের নেতৃত্বে শতাধিক মানুষ তাদের ফুল দিতে বাধা দেয়। এক পর্যায়ে কয়েকজন ওই ছাত্রীসহ কয়েকজনের গায়ে হাত দেয়।এই ন্যাক্কারজনক হামলা ও শ্লীলতাহানির দ্রুত বিচার করে তায়েফ রিয়াদসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় না আনলে আমরা তীব্র আন্দোলন ও আইনের আশ্রয় নিতে বাধ্য হব।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মহির উদ্দিন বলেছেন, শিক্ষার্থীরা এখন হলে ফিরেছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অবশ্যই কিছু করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category