জনতার ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মুজিব শতবর্ষ নিয়ে কট্যুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ মাহবুবুর রহমান ফকির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে তারাকান্দা শহরের মুকছিতুর রহমান ফকিরের ছেলে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে বুধবার (১৮ মার্চ) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।তারাকান্দা থানা ওসি আবুল খায়ের জানান, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মুজিব শতবর্ষ নিয়ে কট্যুক্তি করে এবং এর সাথে করোনা ভাইরাস জড়িয়ে মাহবুর তার নিজের ফেসবুক আইডি বিতর্কিত পোস্ট দেয়।বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে তারাকান্দা উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কাজল সরকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
Leave a Reply