বিশেষ প্রতিনিধি আমান উল্লাহ: কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ২নং সিদলা ইউনিয়নের সফল চেয়ারম্যান ও সংগ্রামী সাবেক যুবলীগের নেতা এম,এ সিরাজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন অত্যন্ত শক্তিশালী। কৃষিই উন্নতি, কৃষিই সমৃদ্ধি। আসুন এই স্লোগান কে সামনে রেখে আমরা কৃষিতে আত্মনিয়োগ করি,এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অংশগ্রহন করি। ভূট্রা মাড়াই কার্যক্রম চলছে।আমাদের অর্থনীতি উৎপাদনমুখি, শুধুই সেবাখাত বা রপ্তানী নির্ভর নয়। প্রান্তিক পর্যায়েও ক্রয়সক্ষমতা বৃদ্ধি পাওয়ায়, আভ্যন্তরীণ ভোগ সক্ষমতা ভালো। সরকারি ঋণ, জিডিপির ৪০% ও নয়। রপ্তানি আয় পর্যাপ্ত। রিজার্ভ ভালো। আমাদের অবশ্যই আরো অনেক দূর এগুতে হবে, মানব উন্নয়ন সুচকে আমাদের অর্জন আরো বাড়াতে হবে; আয় বৈষম্য কমিয়ে তৃণমূলে উন্নয়নের সুফল আরো নিয়ে যেতে হবে; মুদ্রাস্ফীতি কমিয়ে, সামাজিক সুরক্ষা জাল বাড়িয়ে, প্রান্তিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রদায়িক শক্তির লাগাম টেনে ধরতে হবে।কিন্তু শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশে টেনে আনা শুধুই জ্ঞানপাপী প্রচারণা। সমালোচনা গঠনমূলক হোক, কিন্তু সেনসেশেন তৈরির অপচেষ্টা কেনো?
বৈশ্বিক মন্দার সময় বলা হয়েছিলো মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। মুখ থুবড়ে পড়া দুরের কথা, এগিয়েছি। করোনার শুরুতে বলা হয়েছিল, ব্যাপকভাবে মানুষ মারা যাবে, সেটাও হয়নি। অনেকে বলেছে না খেতে পাওয়া মানুষের লাশ পরে থাকবে, তাও হয়নি। তাই এই অপপ্রচারকারীদের মন খুব খারাপ। এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দেশের সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের জন্মশতবর্ষ মিলিয়ে, কভিডের মধ্যেও অনেক অর্জন ধরে রেখেছি আমরা, এবং উদযাপনও করেছি ভালভাবেই। সবই সম্ভব হয়েছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মানবিক, নিষ্ঠাবান ও প্রজ্ঞাময় নেতৃত্বের জন্যে।
Leave a Reply