আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ

প্রতিনিধি জোবায়ের বয়ান :নাটোর, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। এ সময় মিডিয়া গুলোকে সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মালিকপক্ষের নিকট আহ্বান জানান। মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় নাটোরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন,কেন্দ্রের আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান।
জুলহাস কায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফজলে রাব্বী,বেলাল হোসেন বাবু, রবিন খান,লিটন আহমেদ, মাসুদ রানা , আনোয়ার ইবনে হাসিফ, আনোয়ার হোসেন আরিফ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category