প্রতিনিধি জুবায়ের বয়ান : পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রোজলীন শহীদ চৌধুরী।
গতকাল সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের উপস্থিতিতে নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হোন ইউএনও।
উল্ল্যেখ্য,গত ১১ এপ্রিল পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে মকুল মিয়া, উসমান মিয়া, শহীদ মিয়া ও নজরুল ইসলাম নির্বাচিত হোন। এছাড়াও সংরক্ষিত অভিভাবক সদস্য তাছলিমা নাছরিন, শিক্ষক প্রতিনিধি হেলাল উদ্দিন ভূঞা ও মো: হুমায়ূন কবির,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ছাকিনা আক্তার সির্বাচিত হোন।
Leave a Reply