আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ঈদে ১৮ পরিবার পাচ্ছে উপহারের ঘর

প্রতিনিধি জোবায়ের বয়ান : তৃতীয় ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদুল ফিতরের আগে ১৮ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এমন পরিকল্পনা ও কর্মসূচি নিয়েই নির্মাণ কাজ করছে আশ্রয়ণ-২ প্রকল্প। এরইমধ্যে সকল বাড়ি প্রস্তুত হয়ে গেছে।

আগামী ২৬ এপ্রিল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতরের আগে এই ঘরগুলো সংশ্লিষ্ট পরিবারের জন্য ঈদের উপহার বলছে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজলিন শহীদ চৌধুরী।
এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা গেলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।

তিনি আরো বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এ উপজেলায় ১২৬ টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category