আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পবিত্র লাইলাতুল রজনী ও ঈদকে সামনে রেখে এ আই খান শিবলু বলেন

প্রতিনিধি জনতার ডেক্স : কিশোরগঞ্জজেলার হোসেনপুর উপজেলার বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক  এ আই খান শিবলু বলেন পবিত্র লাইলাতুল রজনীতে  ও ঈদকে সামনে রেখে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন পবিত্র লাইলাতুল কদর ও ঈদকে সামনে রেখে মানব জাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। এই মাস হাজার বছরের চেয়েও উত্তম। পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয় আল্লাহ তাআলা বলেন আমি কদরের রাতে কুরআন নাযিল করেছি এবং সকল মুসলমান জন্য ঈদুল ফেতর একটি আনন্দ ময় দিন । তাই মুসলিম উম্মার নিকট শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য ফজিলত অত্যাধিক। আমাদের ক্ষনস্থায়ী জীবনে হাজার বছরের চেয়েও বেশি ইবাদত নেকি লাভের সুযোগ এনে দেয় এই মাসে । তার পাশাপাশি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে সকল মসলিম দের জন্য আতন্ত গুরুত্বপূর্ণ ।এই মহামান্বিত রজনী সকলের জন্য ক্ষমার বরকত সমিতি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহর দরবারে মোনাজাত করি। রবিবার ৯মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেয়া এক বাণীতে এ আই খান শিবলু বলেন মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে আমি দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহ কে জানাই আন্তরিক মোবারকবাদ।তার সাথে সাবেক তিনতিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বলেন ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির জন্য ইসলাম সুমহান আদর্শ আমাদের পাথেয়।আমরা এমন একটি সময়ে পবিত্র রমজান মাস পালন করছি যখন বাংলাদেশ সহ বিশ্বে নোবেল করোনা ভইরাসের সংক্রমণে বিপর্যয়। আসুন শবে কদরের পবিত্র রজনী ও ঈদকে সামনে রেখে সকল মুসলি এক সাথে এবং হতদরিদ্র মানুষকে সাতি নিয়ে মিলিমিশে এক সাথে আমরা সর্বশক্তিমান আল্লাহর নিকট অশেষ রহমত ও বরকত কামনা পাশাপাশি দেশের অবস্থিত অগ্রগতি কল্যাণের জন্যে বিশেষ মোনাজাত করে। মহান আল্লাহ আমাদের মোনাজাত এবাদত কবুল করুন এবং সকল বিশ্ব মুসলিমকে হেফাজত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category