এজগৎ সংসার থেকে প্রেম ভালোবাসা অনেক আগেই উটে গেছে। নিষ্ঠুরতা ভর করেছে মানুষের মাঝে আবেগহীন বন্ধুত্ব প্রেম ভালাবাসা মায়ার বন্ধুগুলোকে আলগা করে দিচ্ছে। বিজিয়ে তুলছে চিরচেনা চলার পথটুকু। হতাশ বঞ্চিত মানুষ দীর্ঘশ্বাস ফেলার জায়গাটুকু পায় না।। নিজের কষ্টটুকু নিজেই লালন করে স্বার্থের বেড়াজাল তিলে তিলে শেষ হয়ে যায় আর বিশ্বাসঘাতকতার উল্লাসনৃত্যে কাছে পরাজিত হয়। স্বপ্নের মায়া কষ্টের দহন শুধু কাঁদিয়ে বেড়ায় হেমন্তের দরাজ গলায় সেই কষ্টের মতো কেউ কারও পাশে দাঁড়ায় না কেউ কাউকে খুজেঁ নেয় না হেমন্ত গেয়েছিলেন বন্ধ তোমার পথের সাথীকে চিনে নিও/ মনের মাঝেতে তাকে চিরদিন ডেকে নিও ভুলো না তাকে ডেকে নিতে তুমি হায় কোথায় সেই বন্ধুত্ব কোথায় সেই আবেগ কোথায় সেই পথ দেখানো আবেগই মানুষের মাঝে পরির্তনের ঢেউ তৈরি করে। আবেগহীন মানুষ নিষ্টুর হয়। এজন্য সংসারের সব কিছুকে তারা কষ্টের ভাবে দেখে চিরচেনা জগৎকে অন্ধকার করেছে। ডিজিটাল দুনিয়া মানুষের আবেগ কেড়ে নিয়েছে। আবেগ ভালবাসা চিরতরে বিদায়ের কারনেই এখানে পরিবার, সমাজ দেশ সবখানেই ভালাবাসা আমাদের দেশে ভালবাসা দিবস বেশি দিনের নয়। ১৪ ফেব্রুয়ারি ছিল এরশাদ বিরোধী আন্দোলনের বড় একটি ধাপ। সেই আন্দোলনে জীবন দিয়েছিলেন জয়নাল দীপালি সাহাসহ অনেকেই ছাত্র সংগ্রাম পরিষদের তরু করা আন্দোলনের কথা এখন সবাই ভুলে গেছে দিবসে বন্দী দিনগুলো আমাদের দিয়ে যাচ্ছে জগতের এক নতুন মাত্রা। কিছু ক্ষুদ্র জীবনের বড় স্বার্থগুলো কোনো কিছুই স্বাভাবিক থাকতে দেয় না জাগতিক চাহিদা তছনছ করে দেয় সবকিছু আর রাজনীতি করলে তো কথাই নেই। বিরোধ লম্বা হতে যাকে দীর্ঘ পরিসরে কেউই কাউকে বিশ্বাস করে না কেউই কাউকে ধরে রাখে না প্রয়োজন শেষ হলে মুখে দেখা দেখিও বন্ধ। সম্পর্কের বন্ধনগুলো এখন ভীষণ নড়বড়ে ব্যক্তিগত পারিবারিক সামাজিক বন্ধনগুলোর অবস্থা আরও খারাপ কথায় কথায় ডিভোর্স ছাড়াছাড়ি কোনো কিছুই কোনো ঘটনা নয়। শহরের জীবনে সবাই একটা নেকাব নিয়ে চলে। ভিতরটা কেউ দেখে না হৃদয়ের অন্দর মহলে কেউ প্রবেশ করে না সবখানে প্রতিযোগিতা জৌলুসের সীমাহীন লোভের………..কলম যোদ্ধা
Leave a Reply