কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া : কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধার গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নানার বাড়িতে এসে, ইয়াসমিন আক্তার নামে এক ৭ ম শ্রেণির ছাত্রী (১৩) আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে ,সে পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের টাংগেরগাও গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, ইয়াসমিন আক্তার গতকাল মঙ্গলবার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গ্রামে নানা শামসুদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন, সন্ধ্যায় তাকে খোঁজে না পাওয়াতে অনেক খোজাখুজি পর ঘরের বিতরে প্রবেশ করলে প্যান পাকা মধ্যে উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখলে পুলিশ কে খবর দিলে নিকলী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিয়ে নিকলী থানার তদন্ত অফিসার মোঃ আক্তারুজ্জামান খানের সাথে মুঠোফোনে কথা হলে,তিনি জানান, থানায় কোন মামলা হয়নি, ইয়াসমিনের আত্মহত্যার কারণ উদঘাটনের আমরা কাজ করে যাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপার নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।
Leave a Reply