প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু : কিশোরগঞ্জের নিকলীতে বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১২ অক্টোবর) উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ ডুবি গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। র্যাব জানিয়েছে, সে একজন সন্ত্রাসী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান জানান, অবৈধ অস্ত্র নিয়ে মোহাম্মদ উল্লাহ জমিজমা সংক্রান্ত বিরোধে যুক্ত হয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখাতো।
রিভলবার নিয়ে সে এলাকায় নানা ইস্যুতে প্রভাব দেখাতো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পেত না।
এ ধরণের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
লে. কমান্ডার এম শোভন খান বিএন আরো জানান, জব্দ করা রিভলবারটি আমেরিকার তৈরি। তাতে এক রাউন্ড গুলিও ছিল। এ অস্ত্র সে কোথা থেকে কিভাবে পেল- এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের এ কর্মকর্তা জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নিকলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply