জনতার ডেক্স: কিশোরগঞ্জের হোসেনপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজকে হোসেনপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও’কে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাংবাদিক মো. সাগর মিয়া, সাংবাদিক সোহেল মিয়া, সাংবাদিক আ: কাদির প্রমুখ।
সৌজন্য আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এলাকার সার্বিক উন্নয়নে সবার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত সোমবার ১৮ জানুয়ারি হোসেনপুর উপজেলা বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি কর্মস্থলে যোগদান করেছিলেন । তাঁর যোগদানে স্থানীয় সাংবাদিক মহল ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Leave a Reply