আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে কালীগঞ্জের মেয়র

ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে কালীগঞ্জের মেয়র

 ঝিনাইদহ ( কালীগঞ্জ প্রতিনিধি)

 প্রকাশিত হয়েছে: December 2, 2019 , 4:54 pm

প্রকাশ্যে ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে নেমেছেন কালীগঞ্জের পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।  এ জন্য কয়েকদিন ধরে মাইকে চালানো হচ্ছে প্রচারনা।

সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপি ধুমপানের ক্ষতিকর দিক তুলে ধরে বিতরন করেন লিফলেট। সকাল থেকেই মেয়র কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মেয়র কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডসহ শহরের বিভিন্ন চা, নিউজ ডেক্স: সিগারেটসহ মুদি দোকান এবং শহরের গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম স্থলে এ লিফলেট বিতরন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাছুম, কাউন্সিলর মোক্তার হোসেন, আনোয়ার হোসেন, তুহিঙ্গীর আলম তপন, সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, সাংবাদিকসহ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীজনেরা।

জনসচেতনতা সৃষ্টিতে পৌর মেয়র আশরাফ ধুমপানের কূফল তুলে ধরে বলেন, প্রতিটা মাদকসেবী প্রথমে ধুমপানের মাধ্যমে মাদকের মধ্যে প্রবেশ করে। পরে ধুমপান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয় বন্ধুবান্ধবদের মাঝে। পরে হাত বাড়ায় অন্য মাদকদ্রব্যের দিকে। এভাবে যুব সমাজে মাদক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকসেবীই যথেষ্ঠ। ফলে সকলকে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। সচেতন মানুষগুলোকে হতে হবে আরও সচেতন ও সজাগ। তাহলেই মাদকমুক্ত দেশ ও সমাজ গড়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category