প্রতিনিধি রিমেল ফকির : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ০২নং সিদলা ইউনিয়নের কৃতি সন্তান সমাজ সেবক ও হোসেনপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী (বিএসএস-অর্নাস, এম.এস.এস) বলেন ০২নং সিদলা ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লা ঘরে ভোটাদের কাছে যে সারা পাওয়া যাচ্ছে গ্রামার দোকানপাট, হোটেল, চায়ের দোকান ইত্যাদি স্থানে ঘুরে ঘুরে দেখা যায় জনগণ আমাকে যেভাবে কাছে টেনেনিচ্ছে মনে হয় আগের জনপ্রতিনিধিদের কাছ থেকে জনগণ মুখ পিরিয়ে নিচ্ছে । জনতা আমার আহংকার সততা আমার শক্তি এই বলে জনতার শক্তিকে নিশ্চিত করেন।
Leave a Reply