আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দলীয় বা আত্মীয় পরিচয় দিয়ে লাভ নাই, অভিযান চলবেই: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আফজালুর রহমান উজ্জল

দেশের চলমান দুর্নীতিবিরো’ধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অভিযানে কে দলের, কে কী বা কে আমার আত্মীয়-পরিবার এসব আমি দেখতে চাই না। এসব পরিচয়ে কোনো লাভ নেই, অভিযান অব্যাহত থাকবেই। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের নেয়া সাক্ষাৎকারের ভিডিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দেশে চলমান দুর্নীতিবিরো’ধী অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা জ’ঙ্গিবাদ দমন করেছি। কারণ, আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে। আমরা মা’দকের বিরু’দ্ধে অভিযান চালাচ্ছি, মা’দকের বিরু’দ্ধে অভিযান চলছে। মা’দকের সাথে সাথে যদি দুর্নীতির বিরু’দ্ধে অভিযান না চালানো হয় তাহলে সমাজে একটা বিরাট বৈ’ষম্যের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে উন্নয়নের প্রকল্প তৈরি করি। যে পরিমাণ অর্থ বরাদ্দ করি তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ আরও উন্নত হবে, আরও এগিয়ে যাবে। সমাজের বৈ’ষম্যটাও দূর হবে। শেখ হাসিনা বলেন, এখানে (দুর্নীতিবিরো’ধী অভিযান) আমার দলের কে কী, সেটা আমি দেখতে চাই না। আমার আত্মীয়-পরিবার দেখতে চাই না, বিত্তশালী কেউ আছে কি-না -এটা আমি দেখতে চাই না। অ’নিয়ম যেখানে আছে, দুর্নীতি যেখানে আছে বা আমাদের দেশকে ফাঁকি দিয়ে যারা কিছু করতে চাচ্ছে তাদের বিরু’দ্ধে অভিযান অব্যাহত থাকবেই। তিনি আরও বলেন, হ্যাঁ, আমি জানি এটা খুব রি’স্কি, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা (অ’বৈধ সম্পদ অর্জন) অ’সুস্থ প্রতিযোগিতা। এটা মুষ্টিমেয় লোক করে যাচ্ছে। এটা সাধারণ মানুষ করে না, কিন্তু এর প্রভাবটা চলে যাচ্ছে বিভিন্ন পর্যায়। সেখান থেকে দেশটাকে তো রক্ষা করতে হবে। রোহিঙ্গা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। আমাদের জীবনেও এ ধরনের ঘটনা ঘটেছিল। সমস্যাটা প্রায় ৩য় বর্ষে পদার্পণ করছে। আমরা মিয়ানমারের সাথে আলোচনা এবং একটি চুক্তিও করেছি যে, তারা তাদের নাগরিকদের ফেরত নেবে। কিন্তু ফেরত নেওয়ার সময় আর ফেরত নেয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category