আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

তাড়াইলে বজ্রপাতে একই পরিবারের মা-মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া : কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রাপাতে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৃষ্টির আভাস পেয়ে বাড়ির পিছনে ধান ও বন গুছাতে খলাতে যায় মা ও মেয়ে। এমতাবস্থায় কাল বৈশাখীর ঝড়ো হাওয়া বইতে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫2) এবং তার মেয়ে তিন সন্তানের জননী ইয়াসমিন আকতার (৩৫) নিহত হয়।
জানা যায়, বোরো ধান খেত থেকে কেটে মাড়াই করার পর বাড়ির পিছনে খলাতে রাখা হয় ধান। মা আছমা আকতার সেহেরির সময় বৃষ্টির আভাস বুঝতে পেরে মেয়ে ইয়াসমিন এবং নিজ স্বামী মুজিবুর রহমানকে সাথে নিয়ে ধানের খলাতে যায় ধান গুছানোর জন্য। এসময় আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। মুজিবুর রহমানের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং মা-মেয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনও অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category