বিশেষ প্রতিনিধি: আফজালুর রহমান উজ্জল, টাঙ্গাইল শহরের পৌরউদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ ফেব্ররুয়ারি বুধবার বিকেলে কলেজ ছাত্রকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ওই কলেজ ছাত্রের নাম তানভীর মাহতাব ইসরাক (২০)। সে শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি’র (হ্যাবিট) ছাত্র। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি)সঞ্জিত কুমার রায় জানান, বিকেলে কোন এক সময় কলেজ ছাত্র তানভীর মাহতাব ইসরাককে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ছাত্রের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply