আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জনগণের জন্য কাজ করছে বিএনপি

প্রতিনিধি রিমেল মিয়া : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক এ আই খাঁন শিবলু বলেছেন মাঠে ময়দানে গরম করার রাজনীতির পরিবতে বিএনপি এখন মানুষের কল্যাণের জন্য কাজ করছে । তিনি বলেন আমাদের উপজেলা থেকে মাঠ পর্যায়ের নেতারা এই করোনাতে অসহায়দের পাশে দাড়িয়েছে যা দেখে সাধারণ মানুষ সতিৎই বিম্মিত দীর্ঘকাল কমতার বাইরে থেকেও এভাবে সাধারণের পাশে দাঁড়ানোই প্রমাণ করে বিএনপি জনকল্যানমুখী দল জনতার শাক্তিকে এ আই খাঁন শিবলু আরও বলেন সাংগঠনিক কার্যক্রম সাভাবিক গতিতেই চলছে। অঙ্গ ও সহযোগী সংগটনের কমিটি গঠন হচ্ছে। নতুন নেতৃত্ব বের হচ্ছে। সব কিছুই হচ্ছে । হোসেনপুর কমিটি গঠনের প্রক্রিয়াও পিছিয়ে নেই । শিগরিই আমরা কমিটি প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি শেষ করতে যাচ্ছি। প্রতিনিয়ত রাজনীতির মধ্যেই বিএনপি আছে জানিয়ে এই নেতা বলেন। আমরা সর্বক্ষণিক কল্যাণমূখী রানীতির মধ্যেই আছি, যদিও সরকার নানা ভাবে চেষ্টা করছে জনগণ থেকে আমাদের দূরে রাখতে কিন্তু বিএনপি বিশ্বাস করে যে, সকল দুযোগেই সবচেয়ে ভূমিকা থাকে রাজনৈতিক দলের বিএনপি এমন চেতনা থেকেই একতাদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তবে সাংগঠনিক ভাবে দল কিছুটা জিমিয়ে পরেছে। উল্লেখ করে নেতাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্ম তৎপরতার মাধ্যমে দলগত থাকে। সেই গতির কিছুটা পতন হয়েছে এ ছাড়া সংগঠনের ওপর বিরূপ কোনো প্রভাব পড়েনি করোনা প্রদুভাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category