আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

চোরের ভয়ে আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধি: মোঃ শাহিন মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা চৌদ্দশ ইউনিয়নের সুলতানপুর পাগলাকান্দায় অবস্থানরত R.B.M ব্রিক ফিল্টের ভিতরে ও আশে পাশে রোডে প্রতিদিন রাত্র হলেই বকাটে ছেলেরা মটর সাইকেল ও অটো রিক্সা নিয়ে ঢুকে পরে। এবং মধ্য রাত্র হলেই তারা বেড়িয়ে পরে বিভিন্ন নাশকতামুলক কাজে যেমন লুটপাট চুরি ছিনতাই। জানা যায় উল্লেখ্য কয়েকদিনে ঐ এলাকা থেকে মটর সাইকেলসহ বিভিন্ন গবাদি পশু চুরি এবং বিভিন্ন দোকানে তালা ভেংগে মালামাল লুটপাট ও রাস্তার পাশে থাকা বিভিন্ন গাড়ী থেকে ব্যাটারী চুরি হয়েছে বলে। স্থানীয় সুত্রে জানা যায় তাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করলে তারা বিভিন্ন কথা বলে এবং বলে আমরা গাড়ী নিয়ে রাস্তায় আছি তাতে কার কি। সাধারণ নাগরিকরা সামাজিক ভয়ে বলার সাহস যোগাতে পারছে না। উক্ত বিষয়টি কিশোরগঞ্জ জেল প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category