কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুরের বাগপাড়া গ্রামে গরুচোরদের বিরোদ্ধে মামলা করে বাদীর পরিবার গ্রাম ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে বাদীসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে চোরেরা। নিরাপত্তাহীনতায় তারা এখন নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বাদী গিয়াস উদ্দিনের অভিযোগ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৬ জুন উপজেলার বাগপাড়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে সোহেল মিয়ার ঘোয়াল ঘর ও বসত ঘরে ঢুকে ৬/৭জনের একটি সঙ্গবদ্ধ চোরের দল। এ সময় তার ঘোয়াল ঘর থেকে একটি গাভী ও বসত ঘর থেকে মালামাল নিয়ে চলে যাবার সময় টের পেয়ে সোহেল মিয়াসহ তার পরিবারের লোকজন চোরদের বাঁধা দেয়। বাঁধা দিতে গিয়ে চোরদেও হাতে সোহেল মিয়াসহ পরিবারের চারজন সদস্য আহত হয়। এসময় পুলিশকে খবর দিলে পথে গরুসহ মো. দেওয়ান মিয়া, রাসেল মিয়া, সবুজ মিয়া, রাজন মিয়া, সেলিম মিয়া, আব্দুল বারিক ও টিটুকে হাতেনাতে আটক কওে পুলিশ। পরে সোহেল মিয়ার মামা গিয়াস উদ্দিন বাদী হয়ে কুলিয়ারচর থানায় এ সাত জনের বিরুদ্ধে ১০(৬)২০ মামলা দায়ের করে। সম্প্রতি চোরেরা জামিনে গিয়ে বাদী গিয়াস উদ্দিন ও তার ভাগিনা সোহেলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় প্রাণ রক্ষার্থে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে মামলা তুলে নিতে প্রতিদিনই প্রাণ নাশের হুমকি দিচ্ছে চোরেরা। এখন তারা নিরাপত্তাহীনতায় নিজ বাড়ি ছেড়ে আতœীয় স্বজনদের বাড়িতে বসবাস করছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুলতান মাহমুদ বলেন, আমি এ থানায় নতুন এসেছি। আমার কাছে এ ব্যাপারে বাদি অভিযোগ দিলে হুমকির বিষয়টি সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিবো।
Leave a Reply