প্রতিনিধি নুরুজ্জামান: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ কে এম সুলতান মাহমুদ যোগদান করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে ওসি আব্দুল হাই তালুকদারের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।
অন্যদিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারকে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে।
কুলিয়ারচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে পুলিশ বিভাগে তার সুনাম রয়েছে।
এ কে এম সুলতান মাহমুদ এর নিজ জেলা পটুয়াখালী।
Leave a Reply