কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি: মোঃ মানিক মিয়া, কিশোরগঞ্জ শহরে বাড়ি ভাড়া নিয়ে মটর সাইকেল চুরি করে ওরা ৪জন। আব্দুল মতিন, শাকিল, রুবেল, নূরুল ইসলাম নূরু তাদের সকলের বাড়ি সিলেট জেলায়। সিলেট জেলায় বাড়ি হলেও কৌশলে ৩ মাস আগে কিশোরগঞ্জ উকিলপাড়া ভাসানী সড়কে ১টি বাসা ভাড়া নিয়ে শহরে মটর সাইকেল চুরি করে আসছিলো ওরা। কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পাকুন্দিয়া গরু হাটা এলাকা থেকে মটর চোর চক্রের প্রধান মতিনকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্ততে অন্যদের গ্রেফতার করা হয়েছে। কিশোরগঞ্জের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক পিপিএম জানান, গত ৩০ ডিসেম্বর প্রাইম ব্যাংকের সামনে থেকে জহির আলমের একটি মটর সাইকেল চুরিগেলে তিনি থানায় একটি মামলা করেন। মামলায় আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন সময় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে চোরদের সনাক্ত করে। অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী জানান, সিসি ফুটেজ সংগ্রহ করে ১জনকে সনাক্ত করার পর এ চক্রটিকে গ্রেফতার করা হয়েছে। মটর সাইকেল চোর চক্রের হোতা মতিন ও শাকিলের তথ্যের ভিত্তিতে সিলেটের হুমায়ুন চত্তর হইতে মটর সাইকেলসহ আসামী রুবেল ও নূরুল ইসলাম নূরুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply