প্রতিনিধি রিমেল ফকির : মানবাধীকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসা কিশোরগঞ্জ জেলা শাখার অধীনে সকল উপজেলা কমিটি ঘটনের লক্ষে নি:স্বার্থ স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মী আহবান করা যাচ্ছে। মানবাধিকারের কার্যক্রম সমূহ দেশের সর্বস্থরে জনগোষ্টির পক্ষে অন্যায় অবিচার নিযাতন নিপিরন জুলুম দুর্নিতী ও অনিয়মের বিরোদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং সংঙ্গবন্ধ প্রতিরোধ গরে তুলা মানবাধীকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস সদস্যদের কাজ। আইনি সহায়তা নারী নির্যাতন শিশু শ্রম প্রতিরোধ শ্রমিকদে নের্য পাওনা প্রাপ্তির লক্ষে কাজ করা এই সংগঠনের নিবেদিত । সকল সদস্যদের প্রধান উদ্দেশ্য প্রশাসনের সহায়তা মানবাধিকার লঙ্গন রোধ শালিশির মাধ্যমে সমাজের গরিব মানুষের সমস্যার সমাধান মানবাধিকার লঙ্গন অনিয়ম দূনীর্তি ঘটনার নিরপেক্ষ দপ্তরের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেরণ করা এই সংগঠনের কার্যক্রমে আংশ প্রয়োজনে যোগাযোগ এম.কে.শাহীন নবাব (সাধারণ সম্পাদক) কিশোরগঞ্জ জেলা শাখা।
Leave a Reply